আমরা যারা এই সাইটের পাঠক এবং আসরের কবি আছি সবাইকে এই সাইট টি কম বেশি উপকার করে আসছে।এই সাইটটির মাধ্যমে অনেক কিছু জানতে ও জানাতে সক্ষম হয়েছি।নিজের রচিত লেখা এখানে প্রকাশ করে অনেক আনন্দিত হয়েছি এবং লেখার প্রতি প্রবল আগ্রহ জেগেছে।
তাই এডমিনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাকে কিছুটা উপকৃত করতে চাই।
আমরা একটু লক্ষ করলেই দেখতে পাবো যে আমাদের সাইটে ব্যানার বিজ্ঞাপন দেয়া আছে।
শুধু আমাদের সাইটেই নয় সব সাইটেই দেয়া থাকে কারন,এটার উপরেই নির্ভর করে সেই সাইটের এডমিনের কিছুটা আয়।
আমরা সবাই যেহেতু বাংলা-কবিতা.কম প্রায় প্রতিদিনই ভিজিট করে থাকি তাই প্রতিদিনই ওই বিজ্ঞাপনটাতে একটা ক্লিক করবো।
ক্লিক করার পর একটা পেজ আসবে।তারপর মূল সাইটে ফিরে আসলেই হবে।মাত্র দুই সেকেন্ড সময় লাগবে।
তাই সবাই এডমিন ভাইকে এই সামান্য উপকার করে আমার লেখাকে স্বার্থক করবেন বলে আশা করছি।
ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।।