উড়ে উড়ে পাখি যায় নানা গান গেয়ে
বাতাসে বাতাসে তারা দোল যায় খেয়ে।
বৈশাখের রৌদ্র-তাপে দুপুর বেলায় ;
পাখি গুলো ভিড় করে গাছের শাখায়।
সেথা কেহ নুয়ে থাকে কেহ গায় গান
ক্লান্ত কৃষকের যেন জুড়ে দেয় প্রাণ।
এই দেশ এই প্রেম কোথা আর আছে
খুঁজে খুঁজে যাবে মরে পাবে না ক পাছে।
পাখি খাদ্য ছানাদের মুখে তুলে দেয়
তেমনই বাংলা মায়ে বুকে টেনে নেয়।
ভোর বেলা পাখি গুলো ডাকে নানা গানে
কিভাবে ভাঙবে ঘুম ওরা তাও জানে ।
পরম বন্ধু সবার দেশের মতন
তাই পাখি বুক মাঝে করিও যতন।
রচনা কাল : ২৪/০৪/২০১৮ ইং