আপন মুখের হাসি যদি থেমে যায়
মৃত্যু বড় লাগে ভয় বিরহ বাড়ায়।
ঘুমে আছে মোর দাদু করে যেন পর
আরান সরকারের ক্ষেতের উপর।
বড় ভাই দাদু বুঝি আছে এক সাথে
কখনো হয় না দেখা গেলে সেই পথে।
বাপ আছে চাচা আছে অচেনা শহরে
মুঠোফোনে কথা হয় রাত দিন ভরে।
বাড়ি হতে তিন ক্ষেত তার পর বাড়ি
সে বাড়িতে যেতে হয় এই বাড়ি ছাড়ি।
ওই বাড়ি লক্ষ জনে মিলে করে বাস
এই বাড়ি থেকে সবে ছাড়ে দীর্ঘ শ্বাস।
একদিন যেতে হবে আমারো সে বাড়ি
ভুবনের সব কিছু পর করে ছাড়ি।
রচনা কাল : ১২/০২/২০১৮ ইং