মানবধর্ম, সত্যের পথ, আলোর দিশা,
জ্ঞানের শিখা জ্বলে অবিরাম,
প্রেমের বন্ধনে বাঁধা হৃদয়,
সহমর্মে মেলে প্রাণের ধাম।
বুদ্ধির আলোয় পথ চিনে নেও,
অন্ধকারে ভুলো না কভু,
ন্যায়ের ডালি সবার মাঝে,
বিলাও সুধা, মিটাও তৃষ্ণা তবু।
সেবার বাণী হৃদয়ে ধরে,
দুঃখীর দুঃখে সান্ত্বনা দাও,
মানুষের জন্য মানুষ হও,
প্রতিটি প্রাণে সম্মান জানাও।
স্বার্থের মায়া ছেড়ে দূরে,
মিলনের সুরে বাঁধো তান,
মানবধর্ম, সবার ধর্ম,
একই সুতোয় গাঁথা প্রাণ।
রচনা কালঃ ০৩/০৩/২০২৫ ইং