কবি ও কবিতা প্রাসঙ্গিক লেখার জন্য
আলোচান বিভাগ।
তাহলে আমি কি?
আমি কি আসরের কবি নই?
আমার নিজ সম্পর্কে কিছু লিখতে পারি না?
আমি কিভাবে অনুপ্রেরণা পেলাম, কখন থেকে লিখতে শুরু করলাম, লিখা লিখিতে কিভাবে হতাশ হয়েছি বা কিভাবে প্রাণ ফিরে পেয়েছি-
"কিছু কথা ২ " এ বিষয়ে কিছুটা কথা তুলে ধরা হয়েছে। তাহলে ব্যান হল কেন?
নিয়মাবলি (গ) এর ২, ৩ এর বাইরে আমার লেখা নয় বলে আমার মনে হয়।