আসসালামু আলাইকুম

শুরুতে বলতে হচ্ছে যে আমি বাংলা-কবিতা ওয়েব সাইটের পাঠক এবং অখ্যাত কবি। এই সাইটটি থেকে অনেক উৎসাহ পেয়েছি। অনেক ভালবাসি এই সাইটটিকে।

আমি ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ খরচে বাংলা-কবিতা ওয়েব সাইটের ৪০ জন কবির ৪০ টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ প্রকাশ করতে ইচ্ছুক।

আমার এই উদ্যোগের মূল কারণ হচ্ছে  বাংলা কবিতা ওয়েব সাইটের কবিদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়া।

বইটির মান উন্নয়নে যা করা উচিৎ তা করা হবে ইনশাল্লাহ।

১ / বইটিতে কোন বিজ্ঞাপন দেয়া হবে না।
২/কবিতা ৬-২৪ লাইনের ভেতরে দেয়া হবে।
৩/ এক পৃষ্টায় একটি কবিতা স্থান দেয়া হবে।
৪/ কবির ছবি,  নাম, গ্রাম, উপজেলা এবং জেলার নাম সহকারে প্রকাশ করা হবে।
৫/ কোন শর্ত নেই।


বাংলা কবিতা ওয়েব সাইটের এডমিন এবং সদস্য বৃন্দদের কাছ থেকে অনুমতি পেলে আগামী ০১/১২/২০১৭ "লেখা আহ্বান " শিরোনামে পোষ্ট করা হবে। সেখানে সবার মূল্যবান লেখাটির লিং দিতে পারবেন।

* এই পোস্টটির কার্যক্রম অনুমতি প্রদান করা হলে,  অনুরোধ থাকবে যেন এটিকে স্টিকি করা হয় *