আমি একজন রোগী
বাঁচার কত আকুতী।
কে বলে বাঁচবো কি বাঁচবো না?
জানি না তো  সে কথা তা!
টাকা পয়সা সবই গেলো,
রোগ আমার না সারিলো।
রোগের কোন বয়স নাই,
যারে পাই তারে খাই।
যত টাকা করেছি অর্জন,
দিয়েছি রোগের পিছনে বিসর্জন।
যে দিয়েছে রোগ,
করো তারে অনুরোধ।
ক্ষমা করো আল্লাহ,
করবো না তোমার সাথে পাল্লাহ।
তুমি মহান শক্তিশালী,
তুমি পারো দিতে রোগমুক্তি।
এই দুনিয়া কিসের ভাই,
মরিলে সব ছেড়ে যেতে হবে তাই।
রোগ দিয়ে আল্লাহ করে পরীক্ষা,
তুমি কত পারো করতে প্রতিক্ষা।
সবই তার হাত,করো রোগীর রোগ মাফ।


যশোর সদর হাসপাতাল
তারিখ:- ৬/১০/২০১৬ইং