মা বলে ডাকি যখন মা’কে,
মা তখন শতব্যস্তে থাকে;
তারপরও মা বলে ডাক শুনলে,
মা বলে,কি বলবি বল বাপ ধনরে?

মা এর এমন ধ্বনি শুনলে,
মনে হয় আমি স্বর্গে আছি মা এর আঁচলে;
মা যেনো চিরকাল বেঁচে থাকে সবার,
এমন দোয়া আল্লাহর কাছে করি লক্ষবার।

দশ মাস দশ দিন মা জননী করিল গর্ভে ধারণ,
পৃথিবীতে মা এর মত আছে কি কোন উদাহরণ?
মা যার নেই বেঁচে পৃথিবীতে,
সে নাকি গরীব বলেছে মহা পুরুষ তাদের বাণীতে!

মা থাকতে করলে না যারা মাকে সম্মান,
তাদেরও একদিন না একদিন হতে হবে অপমান;
তুমিও হবে একদিন মা,
তখন বুঝবে মা হওয়ার জ্বালা কত টা!

মা,মা গো, তোমাকে ভালোবাসি অনেক,
এই কথাটি বিশ্বাস করো না একটু ক্ষনেক;
শত ব্যস্ততার মাঝে খোঁজ নিবে আমার মা,
পৃথিবীতে এসে করেছি জীবনে যত যা,সবই তোমার অবদান মা।

ও মা,সবই তোমার আশীর্বাদ মা,
সবই তোমার কল্যাণ মা গো মা;
আমাকে তোমার পায়ের নিচে দিও একটু ঠায়,
আমি যে তোমার মাঝে বেহেশত খুঁজে পায়।

তারিখ:-১৪/৫/২০১৭ইং
৩০শে বৈশাখ,১৪২৪বঙ্গাব্দ।
Sg,Buloh,Malaysia
Mother’s Day

#কবিতা_শাহীনের।