বানভাসি বন্যা,
বাংলাদেশের কান্না।
কখনো পানির অভাবে খরা হয় বাংলাদেশের বুকের তরে,
তবুও তারা ছাড়ে না ফারাক্কার বাঁধ শতবার বলার পরে।
আবার কখনো বা বন্যায় ভাসে তাদের’ই অন্যায় এর ফলে,
এদেশ কী শুধু গোলামী করবে তাদের দাসত্ব করে?
যখন প্রয়োজন পড়ে আমার দেশের মানুষের পানি,
তখন কোথায় থাকে তাদের এত দরদ খানি?
এখন পড়বে না প্রয়োজন এত পানি জানি,
তবুও কেন খুলে দিলো ফারাক্কার পানি?
এই বিচার চাইবো আমি কাহার কাছে,
ক্ষমতার লোভে সবাই তো ঘুরে এখন দাদা বাবুদের পিছে।
কখন দিবে সবুজ সংকেত,কখন দিবে লাল,
এই তো হলো বাপু আমার দেশের রাজনীতিবিদদের চাল।
সারা জীবন চলব কি মোরা দাদা বাবুর আদেশে,
আমরা কি অন্তর্ভুক্ত হলাম তাদের কোন প্রদেশে!
প্রাকৃতির দোহাই দিয়ে চলছে মোদের দেশের রাজনীতি,
জনগণ চাই মৌলিক অধিকার,তাদের কাছে পেটনীতি।
বানভাসি মানুষের কান্নাকাটি,
জানি কখনো শেষ হবে না পরিপাটি।
তবুও শেষ বার বলতে ইচ্ছা করে,” রক্ত দিয়ে পেলাম শুধু জনগণের সাথে ধোঁকাবাজি,
লাশ আর ঘর হারানোর হাজারো মানুষের আহাজারি।”
পেনাং,মালায়েশিয়া।
১৮/৮/২০১৭ইং
১লা ভাদ্র,১৪২৪ বঙ্গাব্দ।