কতবার স্বপ্ন দেখিয়ে
নিষ্ঠুরভাবে স্বপ্নকে হত্যা করেছ
দিনে রাতে
কিছুই ভুলি নাই।
তবুও তোমাকে আমি
ভুলি নাই
ভুলি নাই।
আজ সময় নাই
আজ সময় নাই
তোমার পথ চেয়ে থাকি
তোমার সময় নাই, সময় নাই,
তবুও তোমাকে আমি
ভুলি নাই
ভুলি নাই
তুমি দূরে শরে গেছো
রেখে গেছো হাজারো স্মৃতির কঙ্কাল
তবুও তোমাকে আমি
ভুলি নাই
ভুলি নাই।
যতদিন আছে প্রাণ
রেখে যাবো তোমার সম্মান
তুমি নিষ্ঠুর,আমি হতে পারিনাই,
তবুও তোমাকে আমি
ভুলি নাই
ভুলি নাই।