আমি ছন্নছাড়া এক মানব
স্বপ্ন দেখতে আমার খুব ভয় হয়,
সমস্ত মন জুড়ে বিষণ্ণতা
তাইতো ভুলে গেছি স্বপ্ন দেখা।
স্বপ্ন যে,
ঐ বিশাল উঁচু পাহাড়
একবার ধসে গেলে তার অস্তিত্ব থাকেনা,
তাইতো এখন আর স্বপ্ন দেখা হয় না।
আমার পৃথিবীতে স্বপ্ন বলতে কিছু নেই
প্রতিনিয়ত জন্ম নেয়া,
রঙ বেরঙের স্বপ্নকে হত্যা করা হয়,
স্বপ্ন দেখতে আমার খুব ভয় হয়।
কি হবে আর স্বপ্ন দেখে
মিথ্যে মায়ার এই দুনিয়াতে,
সবই যে আজ মিথ্যে আশা
তাইতো ভুলে গেছি স্বপ্ন দেখা।
স্বপ্ন আর স্বপ্ন
যখন বাস্তবে চলে আসে,
ঠিক তখনি ভেঙে যায়,
স্বপ্নে গড়া বিশাল অট্টালিকা!!
সব স্বপ্ন হারিয়ে গেছে
রয়ে গেছে স্বপ্ন ভাঙার বেদনা
দুচোখে অশ্রুজল।
সমস্ত মন জুড়ে বিষণ্ণতা
তাইতো ভুলে গেছি স্বপ্ন দেখা।