আমার মনে চায় আমি আবার সেই সকালে ঘাস ভেজা শিশিরজলে একটু হাত বুলাই।।
দুজনে হাতে হাত রেখে আবারো খোলা আকাশের নিচে ঘাসের মাঝে বসে
চিনা বাদাম খাই।।
তার হাতে লাল রঙের লাল চুড়ি পুরাতে চাই নীল রঙের একটি শাড়ি তার শরিরে জড়াতে চাই।।
আমি আবারো সোনালীকে
ভালোবাসতে চাই।।
আমি আবারো সোনালীর বুকে
মাথা রেখে একটি রাত ঘুমাতে চাই।।
আমি সোনালীকে ই আমার
জীবন মানতে চাই।।
সোনালীর সাথে গল্প করতে করতে,
রাত কে ভোর করতে চাই।।
আমি সোনালীকেই আমার ভালোবাসার
মানুষ হিসেবে পেতে চাই।।
আমি সোনালীর বুকে মাথা রেখে,
মরতে চাই।।
আমি সোনালীর বুকে আমার ভালোবাসার কবর বানাতে চাই।।