এখনো মাঝে মাঝে ভোর রাতে
তোমাকেই স্বপ্নে দেখি
তুমি আবার ফিরে এসেছো আমার জীবনে...!!
কিন্তু দুঃখ একটা"ই"আমি স্বপ্নে দেখি তোমায় বাস্তবতায় কেনও দেখিনা..!!
তুমি আমার জীবন থেকে কোথায় হারালে কতদুরে হারালে"
এই জীবনে কি আর কখনো"ই"
দেখা হবে না...!!
জানো আমি আজো সেই পথে হাটি,
যে পথে তুমি আমাকে একা ফেলে চলে গেছো...!!
একা একা রাতে জেগে থাকি
দুচোখে জল নিয়ে...!!
তোমাকে"ই" ভাবি সারাক্ষণ"
দিনে রাতে সকাল সন্ধ্যায় বেলাতে..!!
তোমার ছবির পাশেই পড়ে থাকি"
সব সময়...!!
আমার জীবনটা এমন হলো কেনও"
তুমি বিহীন সব শূন্য লাগে"
কত জ্বালা যন্তনা গুলো আমার বুকের মাঝে বসবাস করে....!!
ভালোবাসা কেনও এত অসহায়,
এত ভালোবাসার পরও তুমি আমার হলেনা ভাবতেই দুচোখ ভিজে যায়..!!
কেনোও তোমায় পেলাম না"
এই প্রশ্নটা বার বার নিজেকে করতে হয়,
আজো কোন এর উওর পেলাম না..!!
হয়তো পৃথিবীতে এই প্রশ্নের কোন উওর কারো কাছে জানা নেই...!!
হয়তো আর কোন দিন আমাদের দেখা হবে না"
এখানেই আমাদের শেষ সমাপ্তি হয়ে গেলো তবুও বলবো""
বেঁচে থাকনা আমাদের ভালবাসা...!!
বেঁচে থাকনা পর জনমের জন্য...!!