সে আমার চোখে চন্দ্র সূর্য"
সে আমার বুকের পথে প্রতিনিয়ত চলাফেরা করা অদৃশ এক মানবী"..!!
যাকে নিয়ে আমি প্রতিরাতে স্বপ্নে দেখি"
তাকে নিয়ে আমি গল্প লেখি'
তাকে নিয়ে আমি কবিতা লেখি"
সে সুন্দর সরলতার প্রতিমা"
অদৃশ কল্পনা বিহীন এক মানবী'
সে আমাকে রেখেছে তার
ছলনাময়ী ঝালে বন্ধি করে"...!!
সে রয়েছে আমার জীবনের সাথে মিশে"
সে আমার আকাশে উড়ন্ত একটা গাঙচিল পাখি হয়ে"..!!
আকাশের এলোমেলো সব তারা গুলো দিয়ে আমি তার নাম লিখতে চাই"
সেই হলো তুমি শুধু তুমি মায়াবী".!!
আমি যার জন্য অন্তত কাল ধরে অপেক্ষায় আছি"
আর সেই তুমি শুধু তুমি মায়াবী"!!