কোথাও একটু আলো নেই,
চারিদিকে শুধু ধুধু অন্ধকার,
আমার কিছু নেই,কিছু নেই চাওয়ার,
নিজের অজান্তেই পেয়েগেছি,
হাজারো কঠিন কাব্যসুর।।
বলতে গেলে ভুলে যাই,
চোখে ভেসে ওঠে তোমার মুখটাই।।
কবিতা কি লিখবো ছাই,
শুধু তোমাকেই দেখতে পাই।।
অনেক দিন ডাকোনি তুমি,
অনেক দিন শুনিনি তোমার,
মুখে আমার সেই নাম।।
অনেক দিন বলোনি ভালোবাসি,
তাতে কিবা যায় আসে,
আমি তো এখনো ভুলিনি তোমাকে।।
ভুলতে কি পারবো কখনো,
যে মনে ছিলে তুমি,
এখনো সেই মনে'ই আছো।।
তোমাকে ঘিরেই তো স্বপ্নের জালবোনা,
অজস্র কাব্য,গল্প কবিতার শিরোনাম তুমি।। তোমাকে কল্পনার রাজ্যের রানী করেছি,
হৃদয়ে মন্দিরের রানী করেছি,
তুমি কি আজও আছো,
সেই আগেরি মতো।।
অজানা অনেক এলোমেলো কথা
উঁকি মারে মনের ঘরে,
কিছু স্পষ্ট, কিছু অস্পষ্টতা
দু'চোখের পাতা নিভু নিভু,
ক্ষণ জুরে অপেক্ষা জানি পূরণ হবার নয়।
তবুও স্বপ্নের জাল বুনেজায় দু'নয়ন,
তোমার ফেরার অপেক্ষায়,
তুমি ফিরে আসবে কি, সুনয়না।