অভিমানী তোমাকে দেখেছিলাম
কোন এক অন্ধকার রাতে
জোনাকির আলোতে"
দেখেছিলাম ডানা কাটা পরীর সাজে"..!
সেদিন থেকে হয়ে গেলাম পাগল তোমার পিরিতে,
ভাসোমান নৌকা হয়ে"..!!
তুমি হলে আমার"
আমি হলাম তোমার"...!!
তুমি আমার অন্ধকারে জীবনের মাঝে"
এক আশার আলো ফোটেতে এলে"
চোখের মাঝে তুমি ছিলে স্বপ্ন"
যা দেখেছি সব তোমাকে নিয়ে"..!!
কামনা করেছি হাতে হাত রেখে"
ভালোবাসার শেষ পথ পাড়ি দিবো
শপথ করেছি তোমার সাথে"...!!
ভালোবাসার প্রদীপ হয়ে আসলে"
এই মনে কত আশার আলো ফোটালে"..!!
আজ মনে হয়
সব আশা ভালোবাসা"
কামনা বাসনা আমার আজন্মের পাপ"
এখনো দাঁড়িয়ে আছি আমি
জীবনের শেষ প্রান্তে তুমি বিহীন"....!!