তোমায় নিয়ে আঁকা ছবিটা,
আজও মনের দেয়ালে টাঙানো আছে,
ইচ্ছে চাওয়া তৃপ্তি আজ কিছু নেই,
আছে শুধু ক্ষত বিরহ এ বুকে।।
তোমার হাসিটা আজও মনে পড়ে,
মনে পড়ে তোমার সেই টোঁল পড়া গালে,
স্পর্শ হাতের ছোঁয়ায়- তোমার রাঙ্গা ঠোঁটে
চুম্বন এঁকে দেয়া,
মনের সাথে মন মিলিয়ে
দুজনে সারারাত গল্প করা।।
কতনা ভালো ছিলো সেইদিন গুলো,
একটু অভিমানে গাল ফুলিয়ে,
নিজেকে দূরে রাখতে।।
হঠাৎ করে ফিরে এসে,
গলা জরিয়ে ভালোবাসতে।।
হয়তো তোমার মন ভাবতে পাড়ে
কেনো আমার দু-চোখে জল আসেনি
তোমার চলে যাওয়াতে।।
হ্যা এসেছিল জল এই দু-চোখে
বৃষ্টির ফোঁটা ফোঁটা জলের সাথে
এখানে ওখানে চুপচাপ কেঁদে ছিলাম
কেউ যাতে দেখতে না পাড়ে।।
অপেক্ষা করেছি তুমি আসবে বলে,
সেই ভাঙা কুঁড়েঘর
তবুও তুমি ফিরে নাহি এলে,
শত বছর অপেক্ষায় কেটে যাবে,
তোমার ফেরার পথ চেয়ে।।