শুনেছি আজকাল তুমি
ভালোবাসায় হাবুডুবু খাচ্ছো বেশ?
আসলেই- কী ভালোবাসা
না কী তোমার রূপ যৌবনের উত্তাল ঢেউ?
শুনেছি আজকাল তুমি
বড্ড উদাসিনী
হোল খোলা রিস্কায়
প্রেম করে বেড়াচ্ছ দিবানিশি!
শুনেছি আজকাল তুমি
নদী ভাঙন দেখতে যাও
ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়াও
জলের সাথে হাত মেলাও!
শুনেছি আজকাল তুমি
বড্ড দামী
সুখের প্রদীপ ঘরে জ্বালাও
বিছানার উপর ফুল সাজাও!
শুনেছি আজকাল তোমার দিন ভালো যায়
শুভকামনা রইলো তাই
বিদায় ক্ষণে বলে যাই
অশ্রু যেনো স্পর্শ না করে তোমায়!