তুমি আর প্রকৃতি
প্রকৃতি আর তুমি একই রকম
আমায় অনেক কিছু শিখিয়েছ!
প্রকৃতি রং বদলায়,
তুমিও বদলাও সেই প্রকৃতির মত!
ধূসর পাহাড়ের কান্না দেখেছ?
মানুষের মত চিৎকার করে কাঁদতে পাড়ে না,
তার বুক ফেঁটে কান্না উঠিয়ে
ঝর্ণার মাঝেই উপস্থাপন করে!
কখনো মরুর বুকে তৃষ্ণায় কেঁদেছো?
দেখেছো কান্না একটু ফোঁটা পানির জন্য,
হাহাকার কত?
তোমার বুকেও এখন মরুভূমির
মত তৃষ্ণায় এখন হাহাকার!
তোমার চোখে এখন জল টলমল
যেনো এক বিশাল সাগর,
তুমি মরুভূমির মতই তৃষ্ণায় কাতর
জীবন্ত এক ঘাসফুল!
আমি অনেক কিছু শিখেছি
কী ভাবে বিশ্বাস ভেঙে বিশ্বাস গড়তে হয়,আমি শিখেছি,
তোমায় অনুসরণ করেছি
কী ভাবে মানুষকে ঠকাতে হয়!!