তুমি ইতি, তুমি স্মৃতি
তুমি প্রেম, তুমি প্রীতি,
তোমাকেই ভেবে যাই বারোমাস,
তুমি আমার জীবনের ইতিহাস।
তুমি আমার পান্ডুলিপিতে
গোছানো কাব্য, শ্রেষ্ঠ কবিতা।
তুমি আমার হাসি কান্না
তুমি আবার দুঃখ বেদনা।
তুমি আমার সকল ভাবনা
সমস্ত হৃদয় রয়েছ জুড়ে,
হারিয়ে আর যাবে কোথায়
থাকবে কবিতার পাতায় পাতায়।
তুমি বিষাদ, তুমি অবসান
তুমি অতীত তুমি বহমান,
আমি লিখবো আবার ভেবে তোমায়,
সাজাবো তোমায়
নীল রঙের প্রতিটি ফোঁটায়।
লিখবো আমি হারানো গল্প
তোমায় নিয়ে নতুন করে,
লিখবো শুধু তোমায় ভেবে
তোমার-ই নামে ডায়রির পাতা জুড়ে।