তুমি জানোনা আজকাল প্রচণ্ড বুকে ব্যথা করে,
এমন তো আগে কখনোই ছিল না।
তুমি কি বুঝতে পারো কেন এমন হয়?
একটা অভিশপ্ত জীবন নিয়ে কি
মানুষ ভাল থাকতে পারে?
কি অদ্ভুত জীবন এমন তো চাই নি কখনো।
কেন এমন হলো বলতে পারো?
ভালই তো ছিলাম শূন্যতাকে নিয়ে
কেন অমন করে ভালবাসলে, কেন ভালবাসার শূন্যতা আমাকে এতটা খুরে খুরে খাচ্ছে।
উফফ আর পারছি না তোমার ঘৃণার থেকে তোমার ভালবাসার আগুন আমাকে বেশী পোড়াচ্ছে।
এই, একটা কথা বলবে কেন ভালোবাসো আমাকে?
না, না আমাকে ভালোবেসো না।
ঘৃণা কর আমাকে, আরো আরো ঘৃণা করো,
জেনো এপার ওপার দুই পারেই আমার আগুন লেগে যায়। কি হলো ঘৃণা করতে পারছ না?
কর না একটু ঘৃণা কর, দেখছো না তোমার ভালবাসার তাপে আমি জ্বলে যাচ্ছি।
আমি জানতাম না ভালোবাসায় যে এতো তাপ থাকে,
আমি সত্যি জানিতাম না ভালোবাসার আগুনে
পুড়ে পুড়ে ছাই হওয়ার মাঝে ও যে এতো ভালোবাসা থাকে, পুরিয়ে দাও আমাকে।
তোমার ভালোবাসার জলন্ত শিখায়
জালিয়ে দাও আমাকে,
আমি পুড়ে পুড়ে ছাই হয়ে যাবো তোমার ভালবাসার আগুনে।
তোমার মাঝেই হয়ে যাবো আজ বিলিন।