তুমিও কাঁদবে একদিন,
অঝড়ে কষ্টের বৃষ্টি হবে তোমার দুচোখে,
সাগরের ঢেউয়ের মত উত্তাল,
হবে তোমার হৃদয়ে,
কাঁদবে একদিন কাঁদবে আমাকে ভেবে।।
রাত জেগে গল্প করবে,
ঐ দূর আকাশের তারার সাথে,
অঝড়ে গড়িয়ে পরবে তোমার দুচোখের জল,,
তুমি শূন্য হয়ে যাবে এই পৃথিবীর বুকে,
তুমি কাঁদবে একা নিঃশব্দ রাতে।।