একদিন সন্ধ্যা রাতে
খাতা কলম হাতে নিয়ে
বসবো টেবিলের সাথে,
লিখবো আমি তোমায় নিয়ে
নিজের মত করে
এক আত্মনিষ্ঠ কবিতা।।