শেষ বিকেলে নিকোটিনের ধোয়া হাতে নিয়ে,
তোমাকেই পরছে খুব বেশী মনে।।
দেখতে দেখতে কত বছর কেটে গেলো,
তবুও এই মনে তোমারি স্থান রয়ে গেলো।।
এই শহরে কত লোক আসে যায়,
আসে কত গাড়ি ঘোড়া,
কোথায় আজও তুমি।।
কোন শহরে আছো লুকিয়ে,
যদি একটা চিঠি পত্র দিয়ে জানাতে।।
চেয়েছিলাম তোমাকে আমার আপন করে,
চাওয়া পাওয়ার আগেই হারিয়ে গেলে।।
জানিনা পারবো কি না ভুলতে তোমাকে,
তোমারি নাম লেখা এই জীবনে।।
নীল কস্টের মত আজ আকাশটাও
ছুঁই ছুই করে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে।।
তবুও মুছে ফেলা হয় নি,
লেখা তোমারি নাম।।
রাতে অন্ধকারে ঘুম কে দূরে রেখে,
মিথ্যা স্বপ্ন আর দেখি না,
আগের মত আশার প্রদীপ টাও,
এই ঘরে জ্বালাই না।।
জানি পারবোনা ভুলতে সব স্মৃতি,
পারবোনা টেনে দিতে এই সম্পর্কের ইতি,
এই মনে শুধু তোমারি নাম,
এই হৃদয়ে আজও তোমারি ধ্বনি।।