তোমার কাজল কালো আখি,
রাত ভরে শুধু স্বপ্নে দেখি।
যতই দেখছি আমি,
মন ভরে না গো রানী।

তাইতো আমি হয়েছি বারবার দিশেহারা,
ঘুরে ঘুরে দেখি তোমার নয়ন দ্বারা।।
আমার পাশেই বসে ছিলে তুমি,
আড়াল হতে আরচোখে দেখছি আমি।।

কত সুন্দর তোমার আখি,
মনে চায় শুধু বারবার একনজরে চেয়ে থাকি।।
এই আড়চোখে তে আমার মৃত্যু,
আমি শতভাগ নিশ্চিত হয়ে পড়েছি।।