নেশা...কোথায় জেনো একটা নেশা
বিভোর হয়ে থাকে এই মন,
অবুঝ দুটি চোখ
রাঙ্গা মিষ্টি ঠোঁট
আমায় নেশার ঘোরে রাখে সারাক্ষণ।।
কাটানো যায় না এই নেশা
তোমার কাজল কালো চোখ দেখে
প্রেম কুসুমে পড়তে চায় এই মন।।
আমি যে বিভোর
নেশার ঘোরে থাকি সারাক্ষণ।।
তোমার কেশ কালোতে কি নেশা
আমাকে পাগল করে তুলে
মনে জাগে প্রেম কামনা
হাজারো পাগলামি নেশা।।
কথা হয় যতো,নেশা হয় ততো
তোমার চোখের ইশারায় মাতাল হয়ে যাই অামি।।
অার রূপের নেশার তো জুড়ি নেই
এই নেশা ছাড়ানো যে বড়ই দায়।।
কতটা চেয়েছি তোমায়
ঐ ঈশ্বর জানে,
শরীরের ছোঁয়া
স্পর্শ না হলে কি হবে
মনের নেশা যে দিগুণ বাড়ে।।