আমি একটা নীল কবিতা লেখবো,
সেই কবিতার শিরোনাম হবে,
তোমারি নাম শুধু তোমারি নাম।।
কবিতা হবে একান্ত তোমার জন্যই,
ভালোবাসা আর প্রেম দিয়ে থাকবে ভরা।
কবিতার নেশায় তুমি মুগ্ধ হবে,
হবে জয় তোমার ভালোবাসার।
আমি যা দেখেছি,
আর আমার বুকের ভিতরে যে আওয়াজ,
বারবার শব্দ করে ওঠে,
সেই শব্দে আমি নীল কবিতা লেখবো,
সেই কবিতায় শুধু তোমারি নাম লেখা থাকবে।।
বর্ণ বর্ণ দিয়ে সাজাবো,
আর লেখবো মন উজাড় করে
সব টুকু ভালোবাসা দিয়ে থাকবে,
তোমারি নাম শুধু তোমারি নাম।।