ইচ্ছে করে মাঝে মাঝে দূরে চলে যাই,
ঐ দূর আকাশের থেকেও অনেক দূরে,
তোমাকে শূন্য করে চলে যাই,
তোমাকে একা করে চলে যাই,
চলে যেতে চাই
তোমার বিষাক্ত ভরা মন থেকে
অনেক অনেক দূরে,
যেখানে গেলে তোমার বিষাক্ত মন,
আমাকে ছুঁতে পাবেনা।।
হারিয়ে যেতে চাই,
অজানা অচেনা কোন গন্তব্যে,
যেখানে তোমার বিষাক্ত ভরা
স্মৃতি গুলো খুঁজে পাবেনা আমাকে।।
নতুন কোন রুপ নিয়ে,
অনেক দূরে গিয়ে বাঁচতে চাই,
আমি চলে যেতে চাই,
অনেক অনেক দূরে,
ঐ দূর আকাশের থেকেও অনেক দূরে।।