তোমাকে ভালোবাসবো বলেই,
পৃথিবীতে জন্ম নিয়েছিলাম
আমার মায়ের কোলে,
প্রকৃতির প্রেমে পড়েনি,
তোমাকে ভালোবাসবো বলে,
চোখে কিছুই দেখি নি,
তোমাকে দেখবো বলে।।
আমার ভাবনায় আমার কল্পনাতে,
সারাক্ষণ ছিলে তুমি রানী হয়ে।।
খুব কাছ থেকে তোমাকে দেখেছিলাম,
আকাশের সব চেয়ে উজ্জ্বল একটি তারা,
তোমাকে ভেবেছিলাম।।
শ্রদ্ধার চোখে দেখেছিলাম সম্মান করেছি
তোমাকে ভালোবাসি বলে।।
মাঝে রাতে কল্পনা জুরে,
তোমাকে রেখেছি এই বুকে,
সুপ্রভাত হওয়ার আগে
তোমাকে দেখবো বলে,
কত দূর কত কিলোমিটার,
তবুও তোমায় দেখতে পেলাম না।।
মাঝ পথে ক্লান্ত পথিক হয়ে,
চলতে চলতে পথের শেষ প্রান্তে,
যখন হাপিয়ে ওঠি চোখ মেলে,
তবুও তোমায় দেখতে পেলাম না।।
শত কষ্টের মাঝে
তোমাকে এক নজর দেখবো বলে,
সারাটা দিন গেলো আমার,
পায়ে হেটে হেটে।।