প্রিয় তমা,
সাক্ষী ছিল চন্দ তারা
ভালোবেসে গেঁথে ছিলে ফুলের মালা!!
ভোর প্রভাতে ফুল কুড়িয়ে
লিখে পাঠাতে আমার তরে!!
জুঁই গোলাপ রজনী
কত ধরণের ফুল জানি
সুবাস ছড়িয়ে দিতে একটু খানি!!
গাছ ভর্তি সাদা ফুলের পাপড়ি
কুড়িয়ে কুড়িয়ে আনতে তুমি!!
সুগন্ধি ফুলে ফুলে
ভালোবাসার শ্রেষ্ঠ কবিতা
লিখেছিলাম আমি তোমার তরে!!
নাম না জানা সেই ফুল
আজও রেখেছি হৃদয়ে পুষে!!
থাকবে তুমি স্মৃতি হয়ে এই মনে,
ফুলে ফুলে, ফুলের সুগন্ধি হয়ে!!
সবই তো হারিয়ে গেছে প্রিয় তমা,
রয়ে গেছে ফুলে ফুলে
গাছ ভরা ডালে ডালে!!
প্রকৃতির সুন্দর ফুলে
বেঁচে থাকবে তুমি
স্মৃতি হয়ে আমার বুকে!!