মিথ্যাবাদী মানুষের থেকে
সত্যবাদী শত্রু অনেক ভালো..!!
মিথ্যাবাদী মানুষ চিত্রনাট্যের মত,
সত্যবাদী মানুষ বুলেটের মত আঘাত করতে জানে..!!
মিথ্যাবাদীরা জানে শুধু
পিছন থেকে আঘাত করা,
সত্যবাদীরা জানে সামনাসামনি সত্য কথা বলা...!!
আর এই পৃথিবীটাই জানেনা
কে মিথ্যাবাদী, আর কে সত্যবাদী,
কার রূপে মিথ্যা, কার রূপে সত্য...!!
তাহলে মানুষ কি করে জানবে
মানুষ কি করে বুঝবে
তোমার সুন্দর মুখের আড়ালে
লুকিয়ে থাকা মিথ্যার আবরণ...!!
যে সুন্দর দিয়ে
তুমি একটি ফুলের জীবন ধ্বংস করতে পারো,
পারো হাজার মিথ্যা স্বপ্ন বুনতে
গোপনে গোপনে আঘাত করতে...!!
আর তোমার সেই মিথ্যা আবরণ
একটি সুন্দর স্বপ্নের অট্টালিকাকে
ধ্বংস করতে দ্বিধাবোধ করেনা..........!!
কি জবাব দেবে তোমার বিধাতার কাছে
একাবার বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করো
কী পেলে,কী দিলে
নির্জনে গোপনে কেঁদে দ্যাখো
উওর তুমি পেয়ে যাবে......!!