১) সত্যের সন্ধানে বেরিয়েছিলাম
অবেশেষে দেখতে পেলাম
সব সত্যের মাঝে লুকানো এক মিথ্যা।।
এভাবেই শেষ হলো সত্যটা
বিজয়ী হলো মিথ্যাটা।।
২) বিশ্বাসের পাল্লাটা অনেক ভারী ছিল
অবেশেষে দেখলাম মেপে
মিথ্যাচারের কাছে বিশ্বাসের ওজন
একেবারেই শূন্য।।
৩) স্বপ্ন দেখা ভুল নয়
যদি মানুষটা সত্যবাদী হয়,
বিশ্বাস করাও ভুল নয়
যদি সে বিশ্বাসী মানুষ হয়।।
৪) সত্য মিথ্যা বিশ্বাস
এগুলো নিয়ে খেলা করা ঠিক নয়,
আজকে লাভ হবে
কালকে হতে পারে ক্ষতি।।