চোখ দুটি টানাটানা,
রূপে যেন জোনাকির আলো,
চোখ ফেরানো যায় না।
বিধাতার গড়া মনোমুগ্ধকর,
অসম্ভব সুন্দর মানবী তুমি।
পূর্নিমা চাঁদের সাথে তুলনা হয়না তোমার,
তোমার তুলনা তুমি নিজেই,
নাকে নাক ফুল,
মুখে মিষ্টি হাসি অভুরন্ত।
ছুঁয়ে দেখা হয়নি আজও,
তোমার রাঙা ঠোট দুটি,
স্বপ্নে বিভোর আমি,
করেছি আলিঙ্গন
দিয়েছি হাত আমার বাড়িয়ে কতশত বার।
আজও ছুঁয়ে দিতে পারিনি,
তোমার কোমলতা হাত দুটি।।
তুমি কি আমার স্বপ্ন মানবী,
নিঃশব্দ শুমরে মরা আর্তনাদ,
তুমি কি শুনতে পাওয়া না।।