অন্তরে অন্তরে মিল হবে তোমার সাথে'.
তখন দুই চোখ বন্ধ হয়ে যাবে আমার'..
স্বপ্ন দেখার ভুবনে চলে যাবো'...
স্বপ্ন দেখবো অবিরাম তোমাকে নিয়ে'...!!

ভালোবাসা কেমন হয় জানিনা'..
তোমাকে যখন দেখি তুমি আছো
মোর পাশে সারাদিন'...
ভাবি এটাই হবে ভালোবাসা'.....!!

থাকতে পারিনা একা তোমাকে ছাড়া'.
কাজে তেমন মনটাও বসে না'...
সারাক্ষণ ভাবি এই বুঝে এলে তুমি'..
আমার ছোট হৃদয়ের ঘরে'....!!

স্বপ্ন দেখি তোমাকে নিয়ে নীলাম্বরী'
বাঁধবো একটি ছোট সুখের বাড়ি'...!!

তোমাকে নিয়ে কত আশা'.
আছে কত ভালোবাসা'.
খেলবো দুজনে প্রেমের খেলা'....!!

শত যুগ পেরিয়ে গেলেও নীলাম্বরী'.
বুকে মোরে রেখো'...
দুর দুরান্তে হারিয়ে গেলেও
সাথে মোরে রেখো'....!!

শত দুর্যোগ জীবনে আসলেও
চুপটি করে থেকো'.
এই হাতটি ছেড়ে তুমি যেওনা কখনো'..!!

তুমি বললে ভালোবাসতে বাসতে'.
আমি মরে যেতেও রাজি'..
তোমাকেই চাই আমি সকাল সন্ধ্যা'
দিবা রাত্রি 'নীলাম্বরী'......!!