যেদিন তোমার বুকের ভেতর
বামপাশে ব্যথা অনুভব হবে!
তোমার অস্তিত্বের এক অংশ
আমি নামক
লাশ কাটা ঘরের মর্গে পড়ে থাকবে!
চিৎকারে তোমার কন্ঠস্বর ভারি হয়ে যাবে
সেদিন তুমি বেশ অনুভব করতে পারবে
তোমাকে আমি কোথায় রেখেছিলাম কত যত্নে!
সেদিন তোমার থেকে-ই তুমি
নিজে-ই জানতে পারবে
ভালোবাসাটা কেমন?
কোথায় ছিলে
কত উঁচুতে ছিল তোমার স্থান!
সেদিন আমি পড়ে থাকবো
লাশ কাটা মর্গে একটি বেওয়ারিশ হয়ে!
তুমি থাকবে বরফ গলা অশ্রু নিয়ে
দু-চোখের পাতায়!!
সেদিন তোমার চোখে অতীত ভেসে আসবে
আমাদের প্রথম দেখা
তোমার স্কুলে ড্রেসে দাগ লাগানো
বিদায় অনুষ্ঠানে রং দেয়া!!
স্পর্শ করা তোমার লাজুক ঠোঁটের কার্ণিশে
আমার ঠোঁটে প্রথম চুমো খাওয়া!
জাপ্টে ধরে দু'জন দু'জনাকে
বুকে জড়িয়ে নেয়া!
বেশ কিছু অতীত তোমায় তাড়া করবে
আমাকে এক পলক দেখার জন্য
তোমাতে তুমি ছটফট করবে
লুটিয়ে পড়বে তোমার দেহখানি মাটিতে!
তবুও তুমি দেখতে পারবেনা
আমি বলে গেছি,আমি বলে যাবো,
আমার মুখখানা যেনো
তোমার দু-চোখ না দেখে,
আমার সমাধিতে যেনো
তোমার পা না পড়ে!!