ভেঙে যেতে দেইনি
তুমি ধরে রাখার চেষ্টা করোনি?
যতটা পথ হেটেছি দু'জনে একসাথে
ততটা পথ দেখেছি বিচ্ছেদ ভরা
পায়ের ছাপ ধুলোমাখা স্থানে।
কাঁচ ভাঙার মত মনটা ভেঙে যায়
অবহেলা নানান অজুহাত শুনে,
টুকরো টুকরো কাঁচের মত করে
কুড়িয়ে মন মন্দিরে আবার সাজাই
নতুন করে তোমায় নিয়ে
বিশাল নদীর মত বয়ে যাওয়া সম্পর্ক।
তুমিযে বাঁধন ছিন্ন করে চলছো অবিরত
বহু যত্নে গড়া প্রেম মন্দির ভেঙ্গেচুরে।
রাখবো কিভাবে বন্দী করে
যদি মন, বন্ধন না বুঝে,
ভালোবাসা যে উন্মুক্ত খোলা আকাশে।
শুধু অবাক চোখে বৃষ্টির জলের মত ঢাল গড়িয়ে
চোখে অশ্রু নিয়ে দেখতে হয় নিদ্রাহীন রাতে,
শুকনো পাতার মত ঝড়ে যাচ্ছে
বিচ্ছেদের মালায় গাঁথা মধুর সম্পর্ক।
শুধু মনে থাকবে এইক্ষণ
এই পথচলা দু'জনে একসাথে,
অনেক কাছে আসা
অনেক দূর হেঁটেছি হাতে হাত রেখে
তবুও অতৃপ্তি আত্মা নকল হাসিতে
দিনগুলো কেটে গেলো বিচ্ছেদের মাঝে।