সখি তুমি নীলাঞ্জনা
ভুলে কী গেছো আমার কথা
মনে কী আছে সেই রাত জাগা,
কত যে ডেকেছি তোমায় আমি
নীল রত্ন নীলাঞ্জনা।।
ভাবতেই লাগে বুকে ব্যথা
কত সহজে ভুলে গেলে
পুরনো দিনের সেই কথা।
আমি তো ছিলাম কিরণ তোমার
তুমি ছিলে আমার মালা,
খেলেছি কত রঙের,রঙ্গীন খেলা
কেমন করে ভুলে গেলে
পুরনো দিনের অতীত কথা।।
আমাবস্যার রাতে গান শুনিয়েছি
পূর্ণিমা রাতে টাল বাহানা,
এই হৃদয়ে রেখে হাত,
একদিন তুমি বলেছিলে
কখনো আমায় ভুলে যেওনা।।
ভুলিনি তোমায়, ভুলিনি তোমায়
আজও আছো হৃদয়ে গাঁথা,
রাত জ্যোৎস্নায় কবিতা লিখি
তোমার নামেই ছন্দ উড়াই।।