ভালোবাসা উন্মুক্ত সকালের জন্যে
সকাল আজ ভোরে চোখ মেলেছে
নিদ্রাবিহীন রাত কেটেছে,
মিষ্টি এক রৌদ্র নিয়ে
হরেক রকমের চুড়ি পড়ে
আমার চৌকাঠে সকালের উপস্থিত!
সকাল কী দিবে হাত দুইটি বাড়িয়ে
নেবে কী তার রৌদ্র তাপের আশ্রয়ে,
একটু শীতল বাতাসে খুনশুটি গল্প
সকালের রৌদ্রময় শরীরের শিহরণ করে!
নিশ্চুপ আমি আর সকাল
দু'জনেই কথোপকথন মনে মনে
নেই আওয়াজ শুধু অনুভবে যায় ছুঁয়ে
ভালোবাসা উন্মুক্ত শুধু সকালের জন্যে!
আজ একটি গোলাপ তুলেছি
সকালের কেশ কালোতে গুঁজে দেবো
শিশির ভেজা ঘাসে সকাল আজ
নগ্ন পায়ে ঘুঙুর বেঁধে
ভালোবাসা জেনেছে ঐ গোলাপে!
এখন আর বন্দী নই
দু'জন দু'জনকে চিনেছি জেনেছি
সকাল আসবে বারবার আমার চৌকাঠে!
ভালোবাসা উন্মুক্ত
শুধু সকালের জন্যে