মিষ্টি সকালে বৃষ্টি ভরা দিনে,
কেনো এসেছিলে
একমুঠো ভালোবাসা নিয়ে
আমার উঠানে।।
কেনো দেখলাম তোমাকে,
কেনো এনেছিলে সকালের মিষ্টি রোদ
হাতে করে রজনীগন্ধা ফুল,
কেনো সুভাস ছড়িয়ে ছিলে আমার উঠানে।।
আজ সব স্মৃতি
ভাসে শুধু দু'নয়নে
কত না যুদ্ধ করেছি
তোমাকে কাছে পাবো বলে,
আজ আমি ঠিকই পেলাম,
পেলাম কিছু ভাবনা অশ্রুজল দু'চোখে।।
প্রেমের সম্পর্ক
গভীরতা থেকে
সঙ্গী পেলাম তোমাকে
আর কত ভাবনা এলোমেলো
আজ আমার উঠান জুরে।।
সারাদিন চলে যায় আমার
তোমাকে ভেবে,
ঘড়ির টিকটিক শব্দে
আর স্মৃতিগুলো ভাবতে ভাবতে।।