নির্ঘুম শহর আচ্ছন্ন রাত,
চারিদিকে অন্ধকার,
পৃথিবী ঘুমিয়ে আছে
তারা গুলো আকাশে খেলা করছে।।
পুড়ো শহর জুড়ে ধুধু অন্ধকার,
সেই অন্ধকারে একা বসে একটি ছেলে,
চাপা কান্না বুকে নিয়ে
আকাশের তারা গুলো দেখছে।।
যার মনে ছিলো হাজারো স্বপ্ন,
তার দুচোখে আজ অশ্রু শিক্ত।
লুকিয়ে কাঁদছে একা একা,
যতো কান্না ততো বেদনা,
তবুও এই কান্না শেষ হবে না।।
তাই তো চোখ বন্ধ করে,
শুধু তোমাকেই দেখি।।
আবার নিঃশব্দ কান্না হয়ে ঝড়ে পড়ো,
এই দুচোখে,
সত্যি স্বপ্ন তোমাকে দেখা পাপ,
হয়ে দাঁড়িয়েছে এখন।।