শুধু তোমার জন্য,
আজও বেঁচে থাকার ইচ্ছে হয়,
ইচ্ছে হয় অনেক বছর বেঁচে থাকি,
বেঁচে থাকি তোমার মিথ্যা অভিনয়,
বুকের মাঝে পুষে রেখে।।
মনটা তো সেই কবেই মরে গেছে,
তোমার চলে যাওয়ার সাথে সাথে,
লাল রঙের শাড়ীতে,
করে দিয়েছি দাফন তাকে,
এখন বেঁচে আছি শুধু দেহ নিয়ে।।
তুমি তো জানো আমি
চিৎকার করে কাঁদতে পারিনা,
আমাকে কাঁদতে হয়,
বোবা কান্নার মত।।
তুমি তো জানো তোমাকে এক পলক,
না দেখে থাকতে পারিনা,
তাইতো এই বেঁচে থাকা আমার,
অনেক বছর বেঁচে থাকতে চাই।।
কিন্তু এই বেঁচে থাকা কি হবে,
তোমাকে ছাড়া হাসতে ভুলে গেছি,
কি করে বাঁচতে হয়,
তাও ভুলে গেছি,
তবুও ইচ্ছে হয় অনেক বছর বেঁচে থাকি,
বেঁচে থাকি শুধু তোমার জন্য।।