ঐ দূর দিগন্তে বরাবর তাকিয়ে দেখি
কোথাও তুমি নেই,
নেই তুমি কোথাও নেই,
নেই ভালোবাসা তুমি কোথাও নেই।
কত পথ হেটে আসা আমি
এই শহরের অলিগলিতে খুঁজতে বেরিয়েছি,
একটু তোমাকে দেখার আশায়।
তবুও মেলেনি তোমার দেখা,
নেই তুমি কোথাও নেই,
নেই ভালোবাসা তুমি কোথাও নেই।।
আমি শুধু দূর থেকে একটু দেখতে চাই,
আমার সেই তোমাকে চাই,
ভালোবাসা তোমাকে
একটু ছুঁয়ে দেখতে চাই।।
এই শহরের কোথায় তুমি,
একটু যদি দেখা দাও,
আর কত পথ হাটবো আমি,
ক্লান্ত হয়ে পড়ে আছি,
একটু দেখা দিবে ভালোবাসা তুমি মোরে।
ভালোবাসা আমি তোমার জন্য মরতে পারি,
তবুও আমি তোমাকে দেখতে চাই,
শতজন্ম অপেক্ষা করতে পারি,
তবুও আমার শুধু তোমাকে চাই।।