হাজারো স্মৃতি মায়া"
ভালোবাসা বুকে নিয়ে"
আমি স্বপ্ন দেখি মায়াবী"
আজো চোখের জলে তোমাকে নিয়ে".!!
কখন যে থেমে যাবে"
এই জীবনের গতি কিছুই জানা নেই"
শুধু জানি এই শ্রাবণের দিনে"
একবার দেখতে চাই তোমাকে"
শেষ নিশ্বাস ত্যাগ করার আগে"..!!
এখনো এই শূন্য বুকে বৃষ্টির মত"
টিপটপ রক্ত ঝড়ে তোমায় ভেবে"
দিন রাত সকাল সন্ধ্যা"
প্রতি সেকেন্ডে"...!!
কতদিন আর রাখবে দূরে
আমাকে ছলনাময়ী"
একবার যদি ফিরে আসতে মায়াবী"..!!