হাটছি একাকী
এক অন্ধকার গলিতে,
পাশে আছে
তোমার ফেলা যাওয়া
অতীতের স্মৃতিগুলো।।
সেই রাত জাগা গল্প
আর হাসি কান্নার মেলা,
কম্পিত ঠোঁটে বলেছিলে
তোমায় অনেক ভালোবাসি।।
আজ ভেঙ্গেছে বিশ্বাস
তোমার ঠোঁট কাঁপুনিতে ছিল
অমৃতের বিষাক্ত ছোবল,
এতে মৃত্যু নেই
মৃত্যুর থেকে ভয়ংকর
যন্ত্রণা রক্তকে নীল করে ফেলে।।
ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে
পৌছে দেয়।।
মৃত্যুর বাতাস লেগে থাকে
ধীর গতিতে ক্লান্ত করে
জীবন তবুও তাকে-ই খুঁজে বেড়ায়,
চোখের পলকে শেষ নিঃশ্বাসে।।