কোথায় গেলে পাবো তারে
কতদূর হেটে যাবো,
কোথায় হারিয়ে যাওয়া
সেই মানুষটাকে
কখনো কি ফিরে পাবো।।
কোথায় গেলে সেই রূপের রূপ পরীকে,
মুখোমুখি পাবো,
কখনো কি ছুঁয়ে দেখতে পাবো,
তার হাতের নানারকম কাঁচের চুড়ি গুলোকে।।
হয়তোবা আর হবে না ছোঁয়া
তার রাঙ্গা ঠোঁটে,
আমার এই ঠোঁট দিয়ে।।
হবেনা তার হাতে হাত রাখা,
হয়তোবা হবেনা এজীবনে আর দেখা।।
শেষ ইচ্ছে টুকুও হয়নি পূরণ,
স্বপ্ন ভেঙ্গে গেলো দূরে,
কোথায় গেলে পাবো তারে
অপেক্ষায় রইলাম পর জনমে।।