ঈশ্বর,
তার জন্য বারণ আছে
আমার মৃত্যুর খবর যেনো
তার চোখে অশ্রু না আসে।
ঈশ্বর,
তাকে ফিরিয়ে দিও আমার মৃত্যু লগ্নে,
দু-হাত ভরে দিও
সুখ যেনো উড়াতে পাড়ে
যতদিন বেঁচে থাকবে ধরণীতে!!

উৎসর্গঃ - কবিতা