কে এনেছিল স্বাধীনতা?
কে দিয়েছিল প্রাণ এই বাংলার? কে হারিয়ে ছিল ইজ্জত?
কে দিয়েছিল স্বাধীন দেশের মানচিত্র?
সবুজের গায়ে লাল বিত্ত
কারা এনেছিল কে রাখে তাঁর খোঁজ!
আজ তাদের সম্মান কোথায়?
কোথায় তাদের রাখা হয়?
বছরের দুই এক দিবসেই
তাদেরকে মনে রয়।।
আমরা সবাই ভুলে গেছি
এই দেশ স্বাধীন করেছিল
আমার বোন,আমার মা,আমার ভাই,
তাদের ইজ্জত আর রক্ত দিয়ে
এনেছিল এই দেশে স্বাধীন পতাকা।।
কী মান রেখেছে এই দেশের জনগণ
লুটপাট আর হিংসা খুনাখুনি রক্ত ছড়াছড়ি,
যেখানে যাই দেখি হানাদার এখনো
শুকুনের মত চেয়ে থাকে রাস্তা ঘাটে,
ভয় নাই ভয় নাই
তাদের মাথায় হাত আছে
মন্ত্রী মিনিস্টার নেতা ভাই।।
এখনো পড়ে থাকে স্বাধীন দেশে
সবুজের গায়ে অলিগলিতে ইজ্জত হারা
ধর্ষণের ছেরা কাপড় পড়া বোনটির গায়।।
হয়না বিচার,হয়না মামলা
চলে যায় বছরের পর বছর,
শাস্তি ভোক আসামি জামিনে মুক্তি
টাকা খেয়ে ছেরে দেয়
শয়তানের দল।।
স্বাধীন দেশ আর নাই
লুটপাট আর ধর্ষণে মানচিত্র খাই,
হায়রে দেশ,হায়রে স্বাধীনতা
কোথায় গিয়ে দাঁড়িয়েছে
আজ নীরব মানবতা।।