১৬ ই ডিসেম্বর রাতে,
চিৎকার করে কেঁদে দেখো
এখনো দেশ স্বাধীন হয় নি।।
১৬ ই ডিসেম্বর রাতে,
সেই চেনা সুর ধরে ডেকে দেখো
এখনো দেশ স্বাধীন হয় নি।।
১৬ই ডিসেম্বর রাতে আন্দন উল্লাসে,
একবার ফিরে দেখো সেই ৪৬ বছর আগের
সেই দিনে,দেশ এখনো স্বাধীন হয় নি।।
দেশ স্বাধীন হলে,
কখনো'ই রাস্তার পাশে
পথও অনাহারী শিশু পরে থাকতো না।।
হতো না ডাস্টবিনে ময়লার সাথে
চরম দুর্ভাগা এক শিশুর জন্ম।।
দেশ স্বাধীন হলে একজন সাধারণ ঘরের,
মেয়েকে ধর্ষিত করে জংগলে ফেলে রাখতো না।।
দেশ স্বাধীন হলে সাগর রনীর হত্যা কথা ভুলে যেতো না এই সোনার দেশ বাংলাদেশ।।।
দেশ স্বাধীন হলে,
তনু,তুন্নি,খাদিজা হত্যার বিচার হতো,
স্বাধীনতা তুমি চমৎকার একটি নাম,
তবুও তোমায় জানাই বারবার সালাম।।