কেউ শান্তি নিয়ে ঘুমায়.
আবার কেউ কেউ তার মনের মানুষের জন্য,
রাত ভর জেগে থাকে,
চোখের নিচে কালো দাগ পড়ে যায়.
তবুও তার মনের মানুষ পাশে ফিরে আসেনা।।
সব ভুল বুঝাবুঝি এই ভালোবাসায়,
কেউ কেউ অপরাধ না করেও অপরাধী
হয়ে থাকে।।
আবার ছোট কিছু ভুল গুলি
একদিন ছোট থেকে বড় ভুলে পরিণত হয়ে ওঠে।।
আবার কেউ কেউ সুখের সুর বুকে নিয়ে
ঘুমিয়ে থাকে,
কিন্তু এই খোলা পৃথিবী জানে,
প্রতিদিন কত চোখের পানি ঝড়ে,
যে মানুষটি প্রতিরাত জেগে থাকে।।