রাজকন্যা
শাহীন নীল"বাঁধ ভাঙা আওয়াজ "
--------  -------  --------
সুখী হও রাজকন্যা"
রাজ কুমারের বুকে"
লক্ষ তারার আলো জ্বলুক তোমার চারিদিকে"......!!

কেনও মিছে মিছে খেলেছিলে"
এই জীবন নিয়ে মিথ্যে প্রেমের খেলা....!!
আমি যে আর পারিনা সইতে
এই বুকে বিষাদের মেলা"....!!

মাঝে মাঝে মাঝ রাতে জেগে ওঠি তোমার কথা ভেবে"
চাঁদের রুপোলি আলোতে সারারাত তাকিয়ে দেখি আমি তোমাকে"..!!

কি সুন্দর করে তুমি চলে গেলে"
চার পায়ের পালকী করে"
একবারও তাকিয়ে দেখলেনা"
এই লাশটার কি হবে"..!!

বেঁচে থাকবে দেহ খানা"
কোন এক চাপা অলিগলিতে"
তবুও মরা মনটা বলবে"
সুখী হও রাজ কন্যা"
রাজ কুমারের বুকে"....!!